মেহেরপুরে সড়কে গাছ ফেলে রাতভোর ডাকাতি

 


                                                       ছবি:   আমিরুল ইসলাম অল্ডাম 

মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী-দেবীপুর সড়কে গাছ ফেলে রাতভোর ডাকাতি করা হয়েছে। এসময় ওই সড়ক দিয়ে চলাচলকারী ৭টি মোটরসাইকেল,১টি ট্রাক ও ১টি মাইক্রোবাস ঠেকিয়ে চালক ও যাত্রীদের কাছ থেকে আনুমানিক নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাতদল। 

শনিবার দিবাগত রাত ১২ টা থেকে ভোর ৩টা পর্যন্ত ডাকাতি করা হয়। ১০-১৫ জনের ওই ডাকাতদল অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে ন্থানীয় বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্য ঘটনাস্থল পৌঁছানোর আগেই ডাকাতদল ঘটনাস্থল ত্যাগ করে।

ডাকাতির কবলে পড়া উপজেলার দেবীপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় সাংবাদিক জাহিদ মাহমুদ জানান,আমি রাত ১২টার দিকে বামন্দী বাজার থেকে নিজ গ্রাম দেবীপুরে যাচ্ছিলাম। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা ১০-১৫ জনের একটি ডাকাতদল আমার মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় আমি থামতেই ডাকাতদলের কয়েকজন সদস্য আমাকে ঝাপটে ধরে। এবং পকেটে থাকা কয়েক হাজার টাকা নিয়ে নেয়। এসময় আরো বেশ কিছু মোটরসাইকেল,ট্রাক ও মাইক্রোবাস ঠেকিয়ে চালক ও যাত্রীদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। 

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান,ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ভাবে ওই সড়ক ঘিরে ফেলেছিল। তবে ডাকাতদল মাঠ দিয়ে পালিয়ে যায়। ডাকাতদলের সদস্যদের আটক করতে পুলিশ রাত থেকেই মাঠে নেমেছে। তাদের সনাক্তের কাজ চলছে। আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। 



আমিরুল ইসলাম অল্ডাম


Post a Comment

Previous Post Next Post