মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২২ পালিত

 


                                                             ছবিঃআমিরুল ইসলাম অল্ডাম 

স্টাফরিপোটার  : মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২২ পালিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, ‘ ‘তথ্য প্রযুক্তির যুগে জনগনের তথ্য অধিকার নিশ্চিত হোক’ । বিশ্বের বিভিন্ন দেশের জনগনকে নিজ নিজ দেশের সব ধরণের তথ্য জানার অধিকারে বিষয়ে তাদের সচেতনতা বাড়াতে প্রতিবছর ২৮ সেপ্টেম্বর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। আজ বুধবার সকালে জেলা সম্মেলন ক্েক্ষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন, পুলিশের ইন্সপেক্টর মাসুদূর রহমান, আওয়ামীলীগ নেতা আসকর আলী প্রমুখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি খাতুন, রিফাত জাহান প্রমুখ উপস্থিত ছিলেন। 

একইভাবে গাংনীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২২ পালিত হয়েছে। গাংনী  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের বিশেষ প্রতিনিধি মনিরুজ্জামান আতু , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা সমবায় মাহবুবুল হক মন্টু,গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।অনুষ্ঠানের শুরুতেই ভিডিও প্রজেক্টেরের মাধ্যমে তথ্য অধিকার আইনের বিভিন্ন ধারা তুলে ধরে তথ্য প্রাপিÍর বিষয়ে আলোচনা করা হয়। প্রত্যেক  সরকারী দপ্তরের কার্যক্রম ও সেবা  সংবলিত সিটিজেন চার্টার  প্রকাশ্যে রাখার জন্য বাধ্যবাধকতা রয়েছে বলে ্ইউএনও মহোদয় জানিয়ে দেন।    

উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) আব্দুর রকিব এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কমকর্তা-কর্মচারীবৃন্দ,ইউপির উদ্যোক্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।




Post a Comment

Previous Post Next Post