মেহেরপুরে লিচু বাগান থেকে অটো চালকের লাশ উদ্ধার
মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরের মুজিবনগরের একটি লিচু বাগান থেকে জামাল হোসেন অটো চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জামাল হোসেন জেলার গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রামকৃষ্ণপুর ধলা গ্রামের অবুল হোসেনের ছেলে। তার পকেটে থাকা শ্রমিক কার্ড থেকে প্রাথমিক ভাবে সনাক্ত করা হয়েছে।এ সময় ঘটনাস্থল থেকে মাদক সেবনের কয়েকটি সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেল পৌণে ৪ টার সময় মেহেরপুর সদর উপজেলার ময়ামারী মাঠের মধ্যে ইকটি লিচু বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, ময়ামারী গ্রামের মাঠে জনৈক খাইরুল ইসলামের লিচু বাগানে একটি মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
মেহেরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদক সেবনের ফলে তার মৃত্যু হতে পারে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। তার ময়না তদন্তের পর বলা সম্ভব হবে কিভাবে তার মৃত্যু হয়েছ্ ে। এরিপোর্ট লিখা পর্যন্ত মেহেরপুর সদর থানা পুলিশ এখনও ঘটনাস্থলে রয়েছে।