মেহেরপুরে প্রবাস ফেরত স্বামীর মৃত্যু রহস্যাবৃত। সন্দেহের তীর স্ত্রীর দিকে

 

আমিরুল ইসলাম অল্ডাম ঃ মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের হেমায়েতপুর গ্রামে মঈনুদ্দীন (৪৮) নামের এক প্রবাস ব্যক্তি ফেরত মারা গেছেন। মালয়েশিয়া ফেরত মঈনুদ্দীনকে বিষাক্ত পদার্থ খাওয়ায়ে তার স্ত্রী হত্যা করেছেন এমন অভিযোগ উঠেছে।  ২ সন্তানের জনক মঈনুদ্দীন হেমায়েতপুর গ্রামের মৃত জামাত আলীর ছেলে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মঈনুদ্দীনের মৃত্যু হয়। 

স্থানীয়রা জানান, মঈনুদ্দীন প্রায়ই ১০ বছর পূর্বে কর্মের তাগিদে মালয়েশিয়া যান। গত ৫ বছর আগে তিনি ছুটিতে একবার বাড়ি এসেছিলেন। ওই সময় বাড়ি আসার কয়েকদিন পর হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। পরে সুস্থ্য হয়ে আবারো মালয়েশিয়া চলে যান। গত এক মাস পূর্বে মঈনুদ্দীন দ্বিতীয় বারের মতো বাড়িতে আসেন। বৃহস্পতিবার সকালে মঈনুদ্দীন হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। এসময় প্রতিবেশীরা তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় পথি মধ্যে মারা যান। এদিকে মঈনুদ্দীনের মৃত্যুতে তার স্ত্রী জুলেখা খাতুন জড়িত বলে অভিযোগ তুলেছেন মঈনুদ্দীনের বোন শিরিনা খাতুন।

মঈনুদ্দীনের বোন শিরিনা খাতুন জানান,ভাবীর পরকীয়ার কারণে বিষাক্ত কিছু খাওয়ায়ে আমার ভাইকে ভাবী হত্যা করে স্ট্রোকে মারা গেছে বলে ধামা চাপা দেয়ার চেষ্টা করছে। ৮ বছর আগে আমার মাকেও ভাবী বিষাক্ত পদার্থ খাওয়ায়ে হত্যা করে ধামা চাপা দিয়েছিল।  

এদিকে মঈনুদ্দীনের ছেলে ইমরান হোসেন ও মেয়ে ইরানী খাতুন জানায়, আমাদের বাবাকে কেউ হত্যা করেনি। তিনি স্ট্রোকে মারা গেছেন। তাছাড়াও বেশ কয়েকটি জটিল রোগে ভূগছিলেন।


আমিরুল ইসলাম অল্ডাম


Post a Comment

Previous Post Next Post