গাংনীতে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

 



গাংনীতে  উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত



  আমিরুল ইসলাম অল্ডাম : নানা আয়োজনের মধ্য দিয়ে গাংনী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও  জাতীয় শোক দিবস পালিত হয়। 

দিবসটি উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে ৯ টা সময় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন, শোক র‌্যালি,স্বাধীনতার স্থপতি ও  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্যে দিয়ে  গাংনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। 

গাংনী উপজেলা আওয়ামীলীগর উদ্যোগে  বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উদযাপন   উপলক্ষে  সকাল সাড়ে ৯ টার সময় গাংনী বাজার বাসস্ট্যান্ডে শহীদ রেজাউল  চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করেন। পরে শোক র‌্যালি সহকারে গাংনী উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করা হয়।  মেহেরপুর -২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক ছাত্রনেতা গাংনী উন্নয়নের রুপকার মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

 গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোখলেছুর রহমান মুকুল এর সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগ,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।  পরে গাংনী উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী তুলে ধরে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়। 

[



আমিরুল ইসলাম অল্ডাম


Post a Comment

Previous Post Next Post