মেহেরপুরে শ্বাশুড়ীকে হত্যাকারী সেই বাদশা মিয়া পুলিশের হাতে আটক

 


মেহেরপুরে শ্বাশুড়ীকে হত্যাকারী সেই বাদশা মিয়া পুলিশের হাতে আটক  

আমিরুল ইসলাম অল্ডাম  ঃ মেহেরপুরের গাংনীতে শ্বাশুড়ীকে হত্যাকারী ঘাতক জামাই  বাদশা মিয়া অবশেষে পুলিশের হাতে আটক হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতেমঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে  আত্মগোপনকারী ঘাতক জামাইকে নিজ গ্রাম করমদী শাহাবুর পাড়া থেকে পুলিশ আটক করে। 

উল্লেখ্যঃ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময়  গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া  ইউনিয়নের করমদি মাঠপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে জামাই বাদশা মিয়া শ্বাশুড়ীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। রঙ্গিলা (৪২) করমদি মাঠপাড়া গ্রামের কৃষক শওকত আলীর স্ত্রী। আটক হত্যাকারী জামাই বাদশা মিয়া একই গ্রামের শাহাপুর পাড়ার রবিউল ইসলামের ছেলে। 

খবর পেয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, আটক বাদশা মিয়াকে জিজ্ঞাসাবাদ শেষে আজ বুধবার অদালতে সোপর্দ করা হবে।        



Post a Comment

Previous Post Next Post