গাংনীতে ‘মেহেরপুর প্রতিদিন’ পত্রিকার মানোন্নয়ন শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত

 


গাংনীতে 

‘মেহেরপুর প্রতিদিন’ পত্রিকার মানোন্নয়ন শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত 


মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ গাংনীতে মেহেরপুর জেলার একমাত্র গণমাধ্যম ‘মেহেরপুর প্রতিদিন’ পত্রিকার সার্বিক মানোন্নয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলার একমাত্র মুখপত্র হিসাবে যে পত্রিকাটি হাটি হাটি পা পা করে ৫ম বছরে পা রেখেছে। মেহেরপুর জেলার শিক্ষা, স্বাস্থ্য, ও কৃষি তথা  সাহিত্য-সংস্কৃতি  ঐতিহ্য তুলে ধরে মানুষের কাঙ্খিত আশা-আকাঙ্খার  প্রতিফলন  ঘটিয়েছে এই পত্রিকা। ‘মেহেরপুর প্রতিদিন’ বর্তমানে মেহেরপুরের গন্ডি পেরিয়ে পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা, কুষ্টিয়া , আলমডাঙ্গা, দামড়হুদা, হরিনাকুন্ডু, ঝিনাইদহ পর্যন্ত  পত্রিকা পাঠকদের হাতে পৌছে যাচ্ছে। প্রথমবারের মত  পত্রিকাটির মানোন্নয়নে গাংনীতে সুধী  সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের  সাথে  মতবিনিময় ও পরামর্শ সভার আয়োজন করা হয়। 



  মেহেরপুর প্রতিদিন পরিবারের আয়োজনে আজ শনিবার বিকেলে গাংনীর  বসুন্ধরা পাড়ার ‘ইট এন্ড ইনজয়’ কফি হাউজ প্রাঙ্গনে  পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর প্রতিদিনের সম্পাদক  ইয়াদুল মোমিনের সভাপতিত্বে পরামর্শ সভায় উপস্থিত ছিলেন,গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, মেহেরপুর প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মাহবুব চান্দু, গাংনী  সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম,মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যথাক্রমে সৈয়দ জাকির হোসেন, হেলাল উদ্দীন, এনামুল হক, সূর্যোদয় স্কুল এন্ড কলেজের পরিচালক আবুল কাশেম অনুরাগী প্রমুখ। 

  সাংবাদিক জুলফিকার আলী কানন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রভাষক এস এম সায়েম পল্টু,  বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন,গীতিকার আব্দুল হামিদ, সাংবাদিক সাহাজুল ইসলাম সাজু, মাহবুব আলম,  লিটন মাহমুদ মতামত প্রকাশ করেন। পত্রিকার মানোন্নয়নে মেহেরপুরের উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা, সাহিত্য-সংস্কৃতি,কৃষি, স্বাস্থ্য, শিক্ষা তুলে ধরার আহবান জানানো হয়। 


  




Post a Comment

Previous Post Next Post