মেহেরপুরের তেরাইলে গলায় ওড়না পেচিয়ে গৃহবধূর আত্মহত্যা
মেহেরপুর জেলা প্রতিনিধি ঃমেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল বাগান পাড়া এলাকার খাদিজা খাতুন (১৪) নামের এক গৃহবধূ গলাই ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।খাদিজা খাতুন তেরইল গ্রামের কৃষক কামরান ফরাজীর স্ত্রী ও সৌদি প্রবাসী আবুল কালামের মেয়ে।
শনিবার দুপুরের দিকে উপজেলার তেরাইল গ্রামে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
খাদিজা খাতুনের মা শ্যামলী খাতুন বলেন, আমার মেয়ে পেটের পীড়ায় ভুগছিল। তাকে স্থানীয় ডাক্তার ও কবিরাজ দিয়ে পরীক্ষা করা হয়েছে। তার শরীরে জ্বীনের আছর রয়েছে। কি কারনে আত্মহত্যা করেছে আমরা কেউ ধারণা করতে পারছি না।
স্থানীয়রা জানান, খাদিজা বাল্য বিয়ের স্বীকার। মাত্র ১৩-১৪ বছর বয়সে বিয়ে হয়। অল্প বয়সে স্বামী সংসার ঠেকানো তার পক্ষে অসম্ভব ছিল। শারীরিক অক্ষমতার জন্য আত্মহত্যা করে থাকতে পারে।
এদিকে খাদিজার স্বামী কামরান ফরাজী বলেন, আমরা অনেকদিন আগে থেকেই দুজন দুজনকে ভালবাসতাম। প্রেম করে আমাদের বিয়ে হয়েছে।আমার পরিবারের সকলেই খুব ভালবাসে। আমি সকালে খাওয়া দাওয়া করে মাঠে গেছি। দুপুরে বাড়ি ফিরে দেখি আত্মহত্যা করেছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।