মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মুহম্মদ মুনসুর আলম খানের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মৈাভাযাত্রাটি বের হয়ে বাদ্যেও তালে তালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অন্যদের মধ্যে জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল, পুলিশ সুপার রাফিউল আলম, মেহেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ শফিউল আলম সরকার, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হুদা,( রাজস্ব) লিংকন বিশ্বাস,( শিক্ষা ও আইসিটি) আশরাফুজ্জামান ভুঁইয়া,মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা আনসার কমান্ড্যান্ট সাহাদাৎ হোসেন, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক প্রমুখ।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক জাহিদ হোসেন, টিটিসির অধ্যক্ষ আরিফ আহমেদ তালুকদার, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, পিপি পল্লব ভুট্টাচার্য, সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী প্রমুখ।
এছাড়াও মেহেরপুর জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, শিক্ষাথীবৃন্দ শোভাযাত্রায় অংশ নেয়।