গাংনীর নওপাড়াতে দুই বউয়ের রোষানলে পুড়লো স্বামীর মোটরসাইকলে

 


গাংনীর নওপাড়াতে দুই বউয়ের রোষানলে পুড়লো স্বামীর মোটরসাইকলে

আমিরুল ইসলাম অল্ডাম : দুই বউয়রে মানষকি অত্যাচারে র্জজরতি হয়ে নজিরে মোটরসাইকলেে আগুন দলিনে ডকেোরটের ব্যবসায়ী গমোস্তফা।

আজ মঙ্গলবার (২৮ জুন) বকিালে গাংনী-কাথুলি সড়করে নওপাড়া বাজাররে উপর গোলাম মোস্তফার নজিরে ব্যবহৃত একটি চাইনা ১০০ সসিরি মোটরসাইকলেে আগুন লাগয়িে পুড়য়িে ফলেনে। এসময় তার গোলাম ডকোেরটের দোকানটতিওে ব্যাপক ভাঙচুর করনে। স্থানীয়রা হাজারো চষ্টো করওে তাকে নবিৃত করতে পারনেি বলে জানান ওই বাজাররে ব্যবসায়ী রাসলে আহমদে।

গোলাম মোস্তফার মা রবেকো খাতুন জানান, গোলাম মোস্তফার প্রথম স্ত্রী আল্পনা খাতুন। তনি ছলেে নয়িে সুখইে সংসার করছলিো। এক বছর আগে কাথুলি গ্রামরে সোনালী খাতুনরে সাথে পরোকীয়া করে দ্বতিীয় বয়িে কর।ে আল্পনা খাতুন তার তনি ছলেে নয়িে নওপাড়াতে শশুররে ভটিায় থাক।ে আর দ্বতিীয় স্ত্রী সোনালী খাতুন থাকনে ভাটপাড়া আশ্রয়ন প্রকল্পরে মধ্য।ে গোলাম মোস্তফা দুই স্ত্রীর কাছইে থাক।ে

গতকাল সোমবার (২৭ জুন) বকিালে দ্বতিীয় স্ত্রী সোনালী খাতুন তাকে কড়া নর্দিশে দইে এখন থকেে প্রথম স্ত্রীর ও ছলেদেরে সাথে যোগাযোগ করতে পারবনো গোলাম মোস্তফা। এনয়িে তাদরে স্বামী-স্ত্রীর মধ্যে লাগাতার ঝগড়া ঝাটি চলছলি। এখবরটি প্রথম স্ত্রী আল্পনা খাতুনরে কাছে পৌছানো মাত্রই সে তার বড় ছলেে রাজন হোসনেকে সাথে নয়িে ভাটপাড়া আশ্রয়ন প্রকল্পে এসে পৌছান। এক র্পযায়ে সতীনে সতীনে দফায় দফায় ঝগড়া ঝাটি হয়। স্বামী গোলাম মোস্তফা দুই স্ত্রীকে বারবার নবিৃত করার চষ্টো কর।ে কোনো লাভ হয়নি তাত।ে এক র্পযায়ে গোলাম মোস্তফা বাজারে গয়িে প্রথমে তার নজিরে দোকানে ব্যাপক ভাঙচুর চালায়। পরে তার ব্যবহৃত চাইনা আরকে মডলেরে ১০০ সসিরি একটি মোটরসাইকলে আগুন লাগয়িে ভস্মভিূত করনে।

নওপাড়া বাজার কমটিরি সভাপতি আবুল বাশার ও সাধারণ সম্পাদক আরাফাত হোসনে জানান, দুই স্ত্রীর অত্যাচারে দশিহোরা হয়ে পড়ছেে গোলাম মোস্তফা। বাড়রি আগুনে অগ্নর্গিভা হয়ে নজিরে মোটরসাইকলেে আগুন ও দোকানে ব্যাপক ভাঙচুর করছেনে। স্থানীয় ব্যবসায়ীরা তাকে ঠকোনোর চষ্টো করছে।ে কন্তিু কোনো কাজ হয়ন।ি

গোলাম মোস্তফার প্রথম স্ত্রী আল্পনা খাতুন বলনে, আমার ছলেে বড় হয়ে গছে।ে প্রায় সময়ই তনিটি ছলেে তার বাবার খোঁজ করে থাক।ে তারা বাবার আদর ভালবাসা পতেে চাই। আমি তাকে নজিরে সন্তানরে দকিটাও দখেতে বল।িকন্তিু সতীন সোনালী গোলাম মোস্তফাকে আমাদরে কাছে আসতে দবেনো। সে আমাদরে কাছে যাওয়ায় বভিন্নি ভাবে অত্যাচার করছেে দ্ইু দনি ধর।ে

এদকিে গোলাম মোস্তফার দ্বতিীয় স্ত্রী সোনালী খাতুন বলনে, আমাকে প্রমেরে ফাঁদে ফাঁসয়িে বয়িে করছে।ে আমাকে সময় দবেে না তো বয়িে করছেে কনেো। অভযিোগ করনে, আমাকে আশ্রয়নে রখেে সে তার প্রথম স্ত্রীর কাছে বশেীই থাকনে। তাকে আমার কাছে সময় দওেয়ার জন্যই বলছে।ি এনয়িে আমার সাথে তার গন্ডগোল শুরু হয়ছে।ে

গোলাম মোস্তফার ছলেে রজন বলনে, আমার বাবা প্রায় দনিইে আমার ছোট আম্মার কাছইে থাকনে। আমরা এখন বড় হয়ে গছে।ি আমাদরেও তো সখ জাগে বাবার আদর পতে।ে

গাংনী থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওস)িআব্দুর রাজ্জাক বলনে, গাড়ি পোড়ানোর ব্যাপারে কউে অভযিোগ দলিে আইনগত ব্যবস্থা নওেয়ার প্রশ্ন থাক।ে যহেতেু কউে বাদী হয়ন।ি যে কারণে কোনো আইনগত ব্যবস্থা নওেয়ার কোনো বধিান নইে। এছাড়া এখানে রাষ্ট্ররে কোনো ক্ষতি হয়নি বষিয়টতি।ে

আমিরুল ইসলাম অল্ডাম


Post a Comment

Previous Post Next Post