মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুর উপজেলার গোপালনগর গ্রামে বিদ্যুত স্পৃষ্ট হয়ে সাদিয়া খাতুন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সাদিয়া গোপালনগর গ্রামের হাশেম আলীর কন্যা।
আজ সোমবার দুপুরের দিকে মুজিবনগরের গোপালনগরে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিকভাবে জানা গেছে,সোমবার দুপুরের দিকে দুইবোন টেলিভিশন দেখার জন্য বড় বোন রিমা খাতুন (৯) সুইচ দিতে যায়। টিভির সুইচ অন করতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়।এ ঘটনায় দুই বোন একসাথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়।
স্থানীয়রা তাড়াতাড়ি করে তাদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ছোট বোন সাদিয়া খাতুনকে মৃত ঘোষনা করেন। শিশু কন্যার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছ্।ে
মুজিবনগর থানা সূত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
Tags:
মেহেরপুর