রাত পোহালেই মেহেরপুর জেলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক কাউন্সিল আওয়ামীলীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ ।


সম্মেলন সফল হোক সার্থক হোক সংবলিত পোষ্টার এখন শহরের সড়কে সড়কে শোভা পা”েছ


মেহেরপুর জেলা প্রতিনিধি:  রাত পোহালেই মেহেরপুর জেলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচেছ।রবিবার ১৬ মে -২০২২ ইং তারিখে মেহেরপুর জেলা কাউন্সিল।  এদিকে কাউন্সিলকে কেন্দ্র করে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন।গণ সংযোগ বা প্রচারণা জমে উঠলেও  নেতা কর্মী সমর্থকদের মধ্যে নির্বাচনী প্রচারণাতে তেমন উৎসাহ উদ্দীপনা দেখা যা”েছ না। ইতোমধ্যই কেন্দ্রীয় নেতাদের সাথে লবিং শুরু হয়েছে ।কেন্দ্রীয় নেতাদের আশ্বাস পাওয়ার পর ধড়ি মেরে মাঠে নেমেছেন  প্রতিদ্বন্দী সকল নেতা।   

কাউন্সিলের দিন ঘনিয়ে আসায় মেহেরপুর জেলা আওয়ামীলীগের নেতা নির্ধারণে হিসেবে নিকেশ শুরু হয়েছে।ইতোমধ্যেই দলীয় সবুজ সংকেত না পেয়ে অনেক নেতা কর্মীরা হতাশ হয়ে পড়েছেন।  কে পা”েছ কেন্দ্রীয় সংকেত বা আশ্বাস তা নিয়ে সর্বত্রই চলছে নানা আলাপ আলোচনা।  কিš‘ সব হিসেব-নিকেশের অবসান শেষে কে হবেন জেলা আওয়ামীলীগের  সভাপতি সেক্রেটারী। 

সম্ভাব্য প্রার্থী হিসাবে সামাজিক গণ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন অলি গলিতে গাছে, দেয়ালে, পোলে ব্যানার পোষ্টার লটকানো হয়েছ্ ে। শুরু হয়েছে চায়ের দোকানের মাঁচা ও মাঠে ময়দানে আলাপ চারিতা । কাউন্সিলের কৌশল তৈরী করছেন। একদিকে মেহেরপুরের আওয়ামীলীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী অন্যদিকে বিদ্রোহী শিবির থেকে সম্ভাব্য পদ প্রার্থীরাা  জোরে সোরে  দোয়া ও সমর্থন পেতে মরিয়া হয়ে উঠেছেন। 

এদের মধ্যে অনেকেই রয়েছেন নতুন মুখ।এর আগে কখনও দলের মনোনয়ন পাননি। অন্য দলের প্রার্থী তালিকায় কোন প্রার্থীর নাম এখনও জানা যায়নি। দুএক জন স্বতন্ত্র প্রার্থীও হতে পারেন বলে জানা গেছে। এসব দলের প্রার্থী নামমাত্র থাকলেও মূলতঃ হাড্ডাহাড্ডি লড়াই হবে আওয়ামীলীগ ও  আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর মধ্যে।

বর্তমান জেলা কমিটির নেতারা বলছেন, আওয়ামীলীগের নেতৃত্বেও প্রতিযোগিতা থাকলেও কোন গ্রুপিং নেই্। 

 জেলা আওয়ামীলীগের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩ জন । এরা হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জন প্রশাসন মন্ত্রালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও বর্তমান মেহেরপুর জেলা আওয়ামীলীগর সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন । মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক এ্যাড. মিয়াজান আলী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান। 

অন্যদিকে সম্পাদক পে জেলা আওয়ামীলীগের বর্তমান সেক্রেটারী এমএ খালেক সহ  এপদে ছাত্রলীগের কেন্দ্রীয কমিটির সাবেক সহ সভাপতি আব্দুস সালাম, মেহেরপুর জেলা  আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসলাম শিহির, মেহেরপুর -২ গাংনী আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকনের পত্মী লাইলা আরজুমান্দ বানু শিলা।  


ইতোমধ্যে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। ৭ বছরের বেশি সময় ধরে মেহেরপুরে আওয়ামীলীগ দ’ুধারায় বিভক্ত রয়েছে। 

সম্ভাব্য প্রার্থীরা বলেন,মানুষের কাছাকাছি  থেকে দলের জন্য কাজ করে চলেছি। সমর্থন পেলে তাই এ মেহেরপুর জেলার জনগনকে সুসংগঠিত করে  নৌকাকে বিজয়ী করে নেত্রীকে উপহার দিতে পারবো। 

 সকল প্রার্থীই চাইছে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সেক্রেটারী হতে। শেষ পর্যন্ত বিজয়ের হাসি কে হাসবে তা দেখতে কাউন্সিলের দিনক্ষন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কাউন্সিল এর ২য় পর্বে ইলেকশন হবে নাকি সিলেকশন হবে এ নিয়ে সংশয় রয়েছে।আবার এমনও শোনা যা”েছ, ইতোপূর্বে যারা সভাপতি সম্পাদক ছিলেন তারাই নাকি পুণরায় মনোনীত হবেন। 





Post a Comment

Previous Post Next Post