মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনী উপজেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ পাড়ায় বিদ্যুত স্পৃষ্ট হয়ে লাল্টু মিয়া (৩৮) নামের এক ইমারত শ্রমিক মারা গেছেন। শ্রমিক লাল্টু গাংনী মহিলা কলেজ পাড়ার বিল্লাল হোসেনের ছেলে।
আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে গাংনী কেন্দ্রীয় ঈদগাহ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,বিল্লাল হোসেন গাংনী ঈদগাহ পাড়ার জাকির হোসেনের বিল্ডিংয়ের নির্মাণ কাজের জন্য নির্মাণ সামগ্রী ভাড়া দিয়েছিলেন। আজ রোববার সকালে সে ওই নির্মাণ সামগ্রী বিল্ডিং থেকে খুলছিলেন। এসময় বিল্ডিংয়ের সাথে জড়িয়ে রাখা বিদ্যুতের তারে শরীর স্পর্শ করলে সে ছাদ থেকে নিচে পড়ে গিয়ে সে গুরুতর ভাবে আহত হয়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক (স্যাকমো) তানভীর হোসেন জানান চিকিৎসা দেয়ার আগেই লাল্টু মারা গেছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।