মেহেরপুরে নানার বাড়িতে বেড়াতে এসে কাজলা নদীতে ডুবে শিশুর মৃত্যু



মেহেরপুর  জেলা প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রাম সংলগ্ন কাজলা নদীতে ডুবে মাহি খাতুন (৬) নামের এক শিশু মারা গেছে। শিশু মাহি শেরপুর জেলার মঞ্জুরুল আলমের মেয়ে।

আজ রবিবার সকাল ১০টার দিকে কাজলা নদীতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, মাহি তার মায়ের সাথে আমঝুপি গ্রামে তার নানা রেজাউল হকের বাড়িতে বেড়াতে এসেছিল। রবিবার সকালে মাহি মামাতো বোন রিয়া খাতুনের সাথে কাজলা নদীর পাড়ে খেলা করছিল। এসময় অসাবধানবশত মাহি নদীতে পড়ে ডুবে যায়। রিয়া দৌড়ে বাড়িতে এসে ডুবে যাওয়ার বিষয়টি মাহির মাকে বলে। এসময় মাহির মা ও প্রতিবেশীরা নদীতে থেকে মাহিকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। 

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান (পিপিএম) জানান,খবর শুনে পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁছেছে। 




Post a Comment

Previous Post Next Post