মেহেরপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখা আহ্বায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ এপ্রিল), সন্ধার দিকে মেহেরপুর শহরের ফোজদারী পাড়াস্থ বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশনের জেলা শাখা কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা শাখা আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাংবাদিক কামরুজ্জামান খাঁন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন হিলু, সদস্য আনারুল মিয়া, এডভোকেট রুত শোভা মন্ডল, এডভোকেট খ,ম ইমতিয়াজ বিন হারুন, আলহাজ্ব মহিদুল ইসলাম, অধ্যক্ষ আসাদুজ্জামান, গোলাম কিবরিয়া, রিজিয়া খাতুন, হবিবুর রহমান ও সাংবাদিক মাজিদ আল মামুন প্রমুখ।
বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নুর ইসলাম এর দিক নির্দেশনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Tags:
মেহেরপুর