মেহেরপুরে বিশ্ব পানি দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 


 মেহেরপুর জেলা প্রতিনিধি : ভ-ূগর্ভস্থ পানি' অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব' এ প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল ১১টার দিকে গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল আলম। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা এমএ খালেক। 

]বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী পৌরসভার মেয়র জননেতা আহম্মেদ আলী,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন,মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু। 

উপজেলা মৎস্য অফিসার খন্দকার শহিদুর রহমানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের  সহকারি প্রকৌশলী আ স ম মাহফুজুর রহমান কল্লোল,গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের উপজেলা সহকারি প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের  কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।



Post a Comment

Previous Post Next Post