মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরে ৬ দিন পর নিখোঁজ কৃষককে অচেতন অবস্থায় আড়াপাড়ার একটি মাঠ থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) রাত পৌণে ১১ টার সময় আড়পাড়া গ্রামের ধোপাগাড়ির বিলের মাঠ থেকে নিখোঁজ আব্দুর রাজ্জাকের অচেতন দেহ উদ্ধার করা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে। জ্ঞান ফিরলে বিস্তারিত জানা সম্ভব হবে। গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের আড়পাড়া গ্রাম থেকে আব্দুর রাজ্জাক (৫৫) নামের একজন কৃষক নিখোঁজ হয়েছিলেন। নিখোঁজ আব্দুর রাজ্জাক আড়পাড়া গ্রামের মৃত মহাসিন মন্ডলের ছেলে। সে টাকা সংক্রান্ত একটি মামলার বাদি।গ্রামের লিহাজউদ্দীন জানায়, আমি গ্রামের এলাম মিয়া নামের একজনকে সাথে নিয়ে রাতে পুকুর পাহারা দিতে মাঠে যাচ্ছিলাম। এসময টর্চ লাইটের আলোয় আব্দুর রাজ্জাককে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়।
গত বুধবার দিবাগত রাত ১টার দিকে নিজ বাড়ি থেকে আব্দুর রাজ্জাক নিখোঁজ হয়।
নিখোঁজ আব্দুর রাজ্জাকের বড় ভাই আনতাজ আলী জানান,রাজ্জাক রাত ১টা পর্যন্ত বাড়ির আঙ্গিনায় তামাক জ¦ালানির কাজ শেষে ঘরে ঘুমাতে যায়। সকালে উঠে তাকে পরিবারের লোকজন বাড়ি না পেয়ে অনেক খোঁজাখুজি করে হদিস মেলাতে পারেনি। আত্মীয়-স্বজনদের বাড়িতেও খুঁজে পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার এ বিষয়ে গাংনী থানায় অবগত করেছি।
আব্দুর রাজ্জাকের ভাই জানান, আমার ভাইকে উদ্ধার করা হয়েছে। কিন্তু রাত পৌণে ১১ টার সময় ঐ মাঠে উদ্ধারকারীরা কেন গিয়েছিলেন সেটিও আগে তদন্ত করা দরকার।
গাংনী থানা সূত্র জানায়,বিষয়টি খোঁজ-খবর নেয়া হচ্ছে। কৃষক আব্দুর রাজ্জাকের জ্ঞান ফিরলে বিস্তাারিত জানা যাবে।