মাজিদ আল মামুন ঃ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র শহর সমাজসেবা কার্যালয়, মেহেরপুরের উদ্যোগে "কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশনসহ অন্যান্য ট্রেড কোর্সে প্রশিক্ষণার্থী ভর্তি" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৯ মার্চ), বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর সরকারি মহিলা কলেজ কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
মেহেরপুর শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার সোহেল মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল রফিকুল ইসলাম।
দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান কম্পিউটার প্রশিকক্ষক এস এম রাসেল এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহর সমাজসেবা সমন্বয় পরিষদ এর সহ-সভাপতি রাহিনুর জামান পলেন ও সাংগঠনিক সম্পাদক ও মেহেরপুর
প্রেসক্লাবের উপদেষ্টা মো: কামরুজ্জামান খাঁন।
অন্যান্যের মধ্যে সমাজসেবা কার্যালয়ের প্রশিক্ষক ওমর ফারুক মামুন, অফিস সহকারী আবু তালেব, পৌর সমাজ কর্মী তাওফিক এলাহিসহ মেহেরপুর সরকারি মহিলা কলেজের শতাধিক ছাত্রী উপস্থিত ছিলেন।এবং উপস্থিত ছাত্রীদের মধ্যে কুইজ
প্রতিযোগিদের মধ্যে ১৬জন ছাত্রিকে পুরুষ্কার প্রদান করা হয়।