বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল মেহরেপুর আজ মেহেরপুর সরকারি মহিলা কলেজে বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল পরীক্ষা অনুষ্ঠিত হয় এ পরীক্ষায় ২৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ২১৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেন।
পরীক্ষা পরিদর্শনে আসেন ্উয়া্ল্ড ইউনিভারসিটির ডঃ মুহাম্মদ হারুনুর রশিদ, ও মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ্য প্রফিসর মোঃরফিকুল ইসলাম,বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের মেহরেপুর জেলা সভাপতি মোঃআনারুল মিয়া, সহ সভাপতি মোঃসালেকুজ্জামান খান ,ও সেক্রেটারি মতিয়ার রহমান ।সকাল ৯ টা ৩০ মিঃ থেকে ১২ টা য় সান্তি পুর্ন ভাবে পরিক্ষা শেষ হয়।
Tags:
মেহেরপুর