গাংনীতে উপজেলা চোরাচালান ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

 



 সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি, মেহেরপুর- গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।বিশেষ অতিথি ছিলেন, গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা এবং জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম,এ খালেক, গাংনী থানার  অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক , উপজেলা  পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদুল হক জুয়েল,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াছমিন, জাতীয় পার্টি জেপি নেতা আব্দুল হালিম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাহিদুজ্জামান খোকন আইন শৃঙ্খলা সভায় বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভাল রয়েছে। তবে ইদানিং আবারও দৃর্বৃত্তরা মাথাচাড়া দিয়ে শৃঙ্খলা নষ্ট করতে চাচ্ছে। সেদিকে পুলিশ বাহিনীকে সজাগ থাকতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, বিশিষ্ট নেতা মনিরুজ্জামান আতু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আমিরুল ইসলাম, বিজিবির কোম্পানী কমান্ডার ,র‌্যাব-৬,গাংনী ক্যাম্পের ডিএডি,ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম সহ সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, সোহেল আহমেদ,মশিউর রহমান, আঃ রাজ্জাক,ওবাইদুর রহমান কমল,গোলাম সাকলায়েন ছেপু,নাজমুল হুদা বিশ্বাস,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় চোরাচালান ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়।সীমান্তে মাদক নির্মূলে এবং রাস্তায় ইটভাটার মাটি , বাল্য বিবাহ প্রতিরোধ সহ নানা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। 




Post a Comment

Previous Post Next Post