মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ ব্যবসায়ী জাকির হোসেনকে গ্রেফতার করেছে।আজ শনিবার মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রাম থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। জাকির হোসেন গাংনী উপজেলার চৌগাছা গ্রামের আওলাদ হোসেনের ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে চৌগাছা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় জাকিরকে গ্রেপ্তার করার পর তার নিকট থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।