মোল্লাহাটে অভিনব কায়দায় বহনকৃত ফেন্সিডিলসহ আটক-২

মোল্লাহাটে অভিনব কায়দায় বহনকৃত ফেন্সিডিলসহ আটক-২
মিয়া পারভেজ আলম  (বাগেরহাট) প্রতিনিধি ঃ  মোল্লাহাটে অভিনব কায়দায় বহনকালে ২৪ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি এক মহিলা ও এক পুরুষকে আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ। রবিবার দুপুর ১.৩০ টায় উপজেলার ৫নং গাওলা ইউনিয়নের নোনাডাঙ্গা এলাকা হতে তাদেরকে আটক করা হয়। আটক মাদক কারবারিরা হলো, মোছাঃ রাশিদা খাতুন (৩৫), স্বামী-মৃতঃ ইকরামুল জোয়াদ্দার, গ্রাম-গাদাইপুর (গুচ্ছগ্রাম, সরকারী আশ্রয়ন), থানা- পাইকগাছা, জেলা -খুলনা, ও মোঃ আলমগীর হোসেন (৩৮), পিতা-মৃতঃ আঃ হামিদ, গ্রাম- হাড়দ্দহা, থানা-সাতক্ষীরা সদর, জেলা- সাতক্ষীরা।

মোল্লাহাটে অভিনব কায়দায় বহনকৃত ফেন্সিডিলসহ আটক-২

 

পুলিশ জানায়, বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল হক (পিপিএম) এর সার্বিক দিক নির্দেশনায় মোলস্নাহাট থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ এর নেতৃত্বে মোলস্নাহাট থানার চৌকস অফিসার ফোর্স মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে অভিনব কায়দায় নির্মিত বডি ফিটিং কটি দ্বারা বহনকৃত মহিলার শরীরের সাথে মাদকদ্রব্য ফেন্সিডিল সহ মোছাঃ রাশিদা খাতুন ও মোঃ আলমগীর হোসেন’কে আটক করা হয়। তাদের শরীরে বিশেষ কায়দায় রক্ষিত ২৪ (চব্বিশ) বোতল ফেন্সিডিল পাওয়া যায়। আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। ইতিপূর্বে আসামীদের বিরম্নদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে । আসামীরা অভিনব কায়দা অবলম্বন করে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রয়ের উদ্দেশ্যে মাদক বহন করে বলে জানা যায়।
থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ বলেন, যত শক্তিশালী কৌশল অবলম্বন করুক না কেন মাদক কারবারীদের আইনের আওতায় আসতেই হবে।

 

Post a Comment

Previous Post Next Post