মেহেরপুরে জমি জালিয়াতীর অভিযোগে সাংবাদিক সম্মেলন

216267728_989034921922272_6612049128647118091_n 214820037_180180637349983_9041063971770485666_n (1)IMG20210714204645মেহেরপুরে জমি জালিয়াতীর অভিযোগে সাংবাদিক সম্মেলনমেহেরপুরে জমি জালিয়াতীর অভিযোগে সাংবাদিক সম্মেলন

Kbdnews : মেহেরপুর শহরে জালিয়াতি করে জমি রেকর্ড করে দখলের পায়তারা চালানোর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন ইমরান হেলালী প্রিন্স নামের এক ব্যক্তি। আজ বুধবার (১৪ জুলাই) বিকালে মেহেরপুর প্রেসক্লাবের হলরুমে এ সাংবাদিক সম্মেলন করেন তিনি। ইমরান হেলালী প্রিন্স মেহেরপুর পৌর সভার ৬ নং ওয়ার্ডের সাবেক কমিশনার নকীর হেলালী মুকুলের ছেলে। সাংবাদিক সম্মেলনে তিনি অভযোগ করেন, আমার বাবার পৈত্রিক সূত্রে পাওয়া মেহেরপুর শহরের বড়বাজার এলাকার প্রধান সড়কে ১৭৯১ দাগে এক শতক জমি মেহেরপুর শহরের মৃতু রফিকুল ইসলাম বাবলু কিনে নেন। রফিকুল ইসলাম বাবলু এক শতক জমি রেকর্ড করার সময় জালিয়াতির আশ্রয় নিয়ে অতিরিক্ত. ০৪৪ শতক জমি রেকর্ড করে নেন। এ ঘটনায় মেহেরপুর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি পিটিশন দায়ের করি যার নং ১২০/২০২১। বিজ্ঞ আদালত আইন শৃংখলা রক্ষার্থে সাম্প্রতিক সময়ে ১৪৪ ধারা জারি করেন। সে মতে মেহেরপুর সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ওবাইদুর রহমান আদালতের নির্দেশে ১৪৪ ধারা জারি করেন। আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আদালতের সে আদেশ অমান্য করে স্থানীয় একটি প্রভাবশালীদের সহযোগীতায় রফিকুল ইসলাম বাবলুর ওয়ারিশগন জোর করে ওই জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। জমির মূল্য প্রায় ত্রিশ লাখ টাকা দাবী করে ইমরান হেলালী প্রিন্স বলেন, পৌর সভার কোনো অনুমোদন না নিয়ে ওই জমির পাশে নির্মাণ সামগ্রী রেখে জমি দখলের চেষ্টা করছে। আমরা তাদের নিষেধ করলে তারা আমাদের পরিবারকে মারধর ও নানাভাবে হ্মতি করার হুমকী দিচ্ছে। সুবিচারের দাবীতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, মেয়রের দৃস্টি আকর্ষন করেন তিনি।

এসময় মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য, উপদেষ্টা মো:কামরুজ্জামানখান, সাবেক সাধারণ সম্পাদক আলামিন হোসেন, সাকেব সহসভাপতি ফারুক মল্লিক, সহসভাপতি  ,ফারুক হোসেন,রেজআনউল বাশার তাপশ, গোলাম মোস্তফা ,বেন ইয়ামিন মুক্ত,রামিজ আহসান,মহশিন আলীমাষ্টার ,মেহেরআমজাদ,প্রমুখ উপস্থিত ছিলেন

Post a Comment

Previous Post Next Post