মেহেরপুরে প্রকাশ্য দিবালোকে আ.লীগ নেতাসহ দু’জনকে কুপিয়ে হত্যা

 মেহেরপুরে প্রকাশ্য দিবালোকে আ.লীগ নেতাসহ দু’জনকে কুপিয়ে হত্যা IMG_20210612_162822

স্টাফরিপোটার :  মুজিবনগরে প্রকাশ্যে নেশা করতে নিষেধ করায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা।  যতারপুরে সাইদুর ইসলাম (৩৭) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে মনিরুল ইসলাম (৩৫) নামের এক মাদকসেবোক। সাইদুরকে কুপিয়ে হত্যা করার পরে পালাতে গেলে গণপিটুনিতে মৃত্যু হয়েছে মনিরুলের। শনিবার (১২ জুন) বেলা ১১ঃ০০ টার দিকে জাদবপুর মোড়ে এ দুটি হত্যা কাণ্ডের ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের রশিদুল ইসলামের ছেলে । সাইদুর রহমান মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।

এদিকে মনিরুল ইসলাম একি গ্রামের আবুল হোসেন মোল্লার ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে মুজিবনগর থানায় নিয়। স্থানীয়রা জানায়, মনিরুল ইসলাম এলকার একজন চিহ্নিত মাদকসেবোক। মনিরুল ইসলাম প্রকাশ্যে মাদক সেবন করতেন। সেই সাথে ঘটাতো নানা ধরণের অপরাধ করতেন । মনিরুলের সাথে এলাকার বিভিন্ন অপরাধীদের সাথে সম্পৃক্ততা থাকায় তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পেতো না। তার মাদক সেবনের প্রতিবাদ করায় নির্মমভাবে খুনের স্বীকার হন স্বেচ্ছাসেবক লীগ কর্মী সাইদুল ইসলাম। এ সময় উত্তেজিত জনতা পিটিয়ে মনিরুলকে হত্যা করে।

Meherpur 2 Murder pic

মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম জানান, যতারপুর গ্রামের জাদবপুর মোড়ে মাচাংয়ে বসে গাঁজা সেবন করছিল মনিরুল । এ সময় স্বেচ্ছাসেবক লীগ কর্মী সাইদুল ইসলাম তাকে নিষেধ করলে শুরু হয় বাক বিতণ্ডা। এক পর্যায়ে মনিরুল তার হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করে সাইদুলকে। বিষয়টি জানতে পেয়ে স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে মনিরুলকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

Post a Comment

Previous Post Next Post