ভারতে করোনায় একদিনে মৃত্যু ও শনাক্তে আগের সব রেকর্ড ভঙ্গ

ভারতে করোনায় একদিনে মৃত্যু ও শনাক্তে আগের সব রেকর্ড ভঙ্গ
ভারতে করোনায় একদিনে মৃত্যু ও শনাক্তে আগের সব রেকর্ড ভঙ্গ

Kbdnews  ডেস্ক: ভারতে বৃহস্পতিবার একদিনে রেকর্ড মৃত্যু ও শনাক্ত হয়েছে। একদিনে নতুন করে মারা গেছেন রেকর্ড তিন হাজার ৬৪৭ জন। আক্রান্ত হয়েছেন প্রায় চার লাখ মানুষ। ভারতের শশ্মানের দৃশ্যই বলে দেয় করোনা মহামারিতে পরিস্থিতি কতটাই ভয়াবহ দেশটিতে। হাসপাতালের বারান্দা, শশ্মান, অ্যাম্বুলেন্স সব জায়গায় সারি সারি মরদেহ। রাস্তা, খোলা জায়গায়ও স্বজনদের ছাড়াই চলছে মরদেহ সৎকার। দেশটিতে বুধবার টানা দ্বিতীয় দিনের মতো প্রাণ গেছে তিন হাজারের বেশি মানুষের। টানা আট দিন দৈনিক শনাক্ত তিন লাখের বেশি।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মরারাষ্ট্রে। বুধবার এই রাজ্যেই মারা গেছে রেকর্ড এক হাজার মানুষ। রাজ্যটিতে লকডাউনের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। করোনায় বিপর্যস্ত ভারতের জন্য সিঙ্গাপুরের পাঠানো মেডিকেল সহায়তা পৌঁছেছে। ভাইরাসটি মোকাবিলায় ভারতে সহায়তা পাঠাচ্ছে রাশিয়া। মহামারির দ্বিতীয় ঢেউ সামলাতে ভারতে ১০ কোটি ডলারেরও বেশি মূল্যের মেডিক্যাল উপকরণ সহায়তা হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, ফ্রান্সসহ কয়েকটি দেশও ভারতের পাশে দাঁড়াচ্ছে।
এদিকে ইউরোপসহ বিভিন্ন দেশেও করোনা মহামারির ঊর্ধ্বগতি রয়েছে। যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে সাড়ে ৯শর বেশি। পোল্যান্ডে একদিনে মারা গেছে প্রায় সাড়ে ৬শ।

এ ছাড়া ফ্রান্স, তুরস্ক, ইতালি, জার্মানি ও রাশিয়ায় একদিনে তিনশর বেশি মৃত্যু হয়েছে। প্রথমবারের মতো ১৭ই মে পর্যন্ত পূর্ণ লকডাউনে গেছে তুরস্ক। প্রায় দেড় বছর ধরে চলা করোনা মহামারিতে বিশ্বে এরইমধ্যে শনাক্ত ১৫ কোটি ছাড়িয়েছে। কেড়ে নিয়েছে সাড়ে ৩১ লাখের বেশি মানুষের প্রাণ।

Post a Comment

Previous Post Next Post