ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ হামলার হুমকি দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায়

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ হামলার হুমকি দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। তেল আবিব জাতিসংঘের বিশেষ প্রতিনিধির মাধ্যমে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কাছে হুমকি বার্তা পাঠায় ইসরায়েল।ইসরায়েলের বার্তা সংস্থা ওয়াল্লা নিউজের বরাতে জানা যায়, ইহুদিবাদী সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থাটি বলেছে, ইসরাইল সরকার জাতিসংঘের বিশেষ প্রতিনিধি টোর উইনজল্যান্ডের মাধ্যমে হামাসের কাছে পাঠানো সতর্কবার্তায় বলেছে, ইসরায়েল অভিমুখে গাজা থেকে রকেট হামলা বন্ধ না হলে এই উপত্যকায় ভয়াবহ হামলা চালাবে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায়

তেলআবিব। সূত্রটি জানিয়েছে, গাজা থেকে রকেট ছোড়ার বিষয়টিকে কীভাবে সামাল দেওয়া যায় তা নিয়ে সোমবার ইসরায়েলি মন্ত্রিসভা জরুরি বৈঠক করেছে।প্রতিনিয়ত সতর্কতামূলক সাইরেন বেজে উঠছে এবং ইহুদিবাদীরা ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে। গাজা উপত্যকার নিকটবর্তী ইসরাইলের উপশহরগুলোতে গত প্রায় চারদিন ধরে রকেট বর্ষণ করে যাচ্ছে হামাস। এর ফলে এসব উপশহরের ইহুদি অভিবাসীদের রাতের ঘুম হারাম হয়ে গেছে।

Post a Comment

Previous Post Next Post