শত্রুর হুমকির ধরন অনুযায়ী ইরান তার ক্ষেপণাস্ত্রের পাল্লা ঠিক করে বলে জানিয়েছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হুমকি যত বাড়বে আমাদের ক্ষেপণাস্ত্রের পাল্লাও তত বাড়তে থাকবে।
হোসেইন দেহকান বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো উসকানিমূলক পদক্ষেপের উপযুক্ত জবাব দেয়া হবে। আর সে জবাব কখন কোথায় দেয়া হবে তা তেহরানই ঠিক করবে। এর ফলে শত্রু ইরানের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপের পুনরাবৃত্তি করার আগে শতবার চিন্তা করবে।এ সময় হুশিয়ার করে দিয়ে ইরানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী বলেন,
গণবিধ্বংসী অস্ত্র ছাড়া অন্য যেকোনো সমরাস্ত্র উৎপাদনের দিক দিয়ে ইরান কোনো সীমারেখা মানবে না।ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় সাম্প্রতিক সাইবার হামলার দায় কে স্বীকার করল তা বড় কথা নয় বলে উল্লেখ করেন জেনারেল দেহকান। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল, সৌদি আরব ও আমেরিকা এই হামলার সঙ্গে জড়িত এবং মার্কিন সরকার এর দায় এড়াতে পারবে না।