প্রতিবছর শীতের শুরুতে রাজধানীর কাঁচাবাজরগুলোতে সবজির প্রাচুর্য দেখা গেলেও

soge

প্রতিবছর শীতের শুরুতে রাজধানীর কাঁচাবাজরগুলোতে সবজির প্রাচুর্য দেখা গেলেও এবারের চিত্রটা ভিন্ন।

রাজধানীর বৃহৎ কাঁচাবাজার কারওয়ান বাজারের সবজির আড়ত ও বাজার ঘুরে জানা যায়, মৌসুমের শুরুতে গত বছরগুলোর তুলনায় এবছর বাজারে সবজির সরবরাহ খানিকটা কম। যেটুকু সবজি সংগ্রহ করা যাচ্ছে তার দামও বেশ চড়া। খুচরা বাজারে ৬০/৭০ টাকার নিচে মিলছেনা কোনো সবজি।

রাজধানীর কাঁচাবাজর

কারওয়ান বাজারে বর্তমানে আলু প্রতি কেজি ৪০ টাকা, পটল ৭০ টাকা, বেগুন ৭০ টাকা, কাঁচা পেঁপে ৪০ টাকা, ঝিঙে ৪০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, কাঁচা মরিচ ১৪০ থেকে ১৫০ টাকা, পেঁয়াজ (দেশি) ৮০ টাকা, পেঁয়াজ (ইন্ডিয়ান) ৫৫ টাকা, রসুন (দেশি) ৯০ টাকা, রসুন (ইন্ডিয়ান) ১০০ টাকা, আদা ১২০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা, টমেটো ৯০ টাকা, ফুলকপি প্রতি পিছ (ছোট) ৩০ টাকা, (বড়ো) ৫০ টাকা, পাতা কপি প্রতি পিছ (ছোট) ৪০ টাকা, শিম ১১০-১২০ টাকা, ক্যাপসিকাম (হলুদ) ৩০০ টাকা, ক্যাপসিকাম (সবুজ) ২২০ টাকা, করলা ৭০-৮০ টাকা, গাজর ৯০ টাকা, পেঁয়াজ পাতা ৩৫০ টাকা, লেটুস পাতা ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

রাজধানীর কাঁচাবাজর
প্রতিবছর শীতের শুরুতে রাজধানীর কাঁচাবাজরগুলোতে সবজির প্রাচুর্য দেখা গেলেও

Post a Comment

Previous Post Next Post