গাংনীতে পাটবীজ চাষী প্রশিক্ষণের নামে এসব কি হচ্ছে ! ভূঁয়া ব্যক্তিদের নিয়ে দায়সারা প্রশিড়্গণ করে টাকা আত্মসাৎ

গাংনীতে পাটবীজ চাষী প্রশিক্ষণে
গাংনীতে পাটবীজ চাষী প্রশিক্ষণের নামে এসব কি হচ্ছে ! ভূঁয়া ব্যক্তিদের নিয়ে দায়সারা প্রশিড়্গণ করে টাকা আত্মসাৎ

আমিরুল ইসলাম অল্ডাম :  মেহেরপুরের গাংনীতে পাটবীজ চাষী প্রশিক্ষণের নামে এসব কি হচ্ছে। দিনব্যাপী প্রশিড়্গণের নামে ভূঁয়া ব্যক্তিদের পাটচাষীর তালিকা করে দায়সারা প্রশিক্ষণের অযুহাতে হাজার হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কড়্গে উপজেলা প্রশাসন ও পাট বীজ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণের কথা থাকলেও দায়সারাভাবে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করা হয়েছ্ে‌।
জানা গেছে, উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন ও সংরক্ষণের প্রকল্পের আওতায় উপজেলার ৯ টি ইউনিয়ন ও পৌরসভার ১০০ জন পাট চাষী নিয়ে প্রশিড়্গণের কথা থাকলেও সরেজমিনে দেখা দেখা গেছে মাত্র ৬০ জন অংশ নিয়েছে। দেখা গেছে ভূঁয়া রেজিষ্ট্রেশন করে বাদবাকী ৪০ জনের প্রশিড়্গণ ভাতা আত্মসাৎ করা হয়েছে‌।

 

গাংনীতে পাটবীজ চাষী প্রশিক্ষণে

জানা গেছে, ১০০ জন পাট চাষী নিয়ে যাদের বিপরীতে একটি নোট খাতা, কলম ও নগদ ৫০০ টাকা করে দেয়া হবে। জেলা পাটবীজ কর্মকর্তা কেএম আব্দুল বাকীর যোগসাজশে প্রকৃত পাট চাষীদের বাদ দিয়ে রাজনৈতিক নেতাকর্মীদের নামের তালিকা করে দায়সারা প্রশিক্ষণ দিয়ে অর্থ পকেটস’ করা হয়েছে।
গাংবাদিকদেও পড়্গ থেকে প্রশিড়্গণে পাট চাষীদের তালিকা চাইলে গাংনী উপজেলা পাট কর্মকর্তা মেহেদী হাসান জানান, আমরা চাষীদের তালিকা আপনাদের দিতে পারবো না। তালিকা চাইলে আপনারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর তথ্য অধিকার আইনে দরখাসত্ম করতে হবে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ জানান, পাটবীজ চাষীদেও নিয়ে আজ প্রশিক্ষণ ছিল । আমি উপস্থি’ত ছিলাম না। আপনারা ছবি তোলেন নি? আপনাদের কি জানানো হয়নি ? তথ্য প্রদানের ব্যাপারে পাট কর্মকর্তার সাথে আলাপ করে ব্যবস্থা নেয়া হবে।

গাংনীতে পাটবীজ চাষী প্রশিক্ষণে
গাংনীতে পাটবীজ চাষী প্রশিক্ষণের নামে এসব কি হচ্ছে ! ভূঁয়া ব্যক্তিদের নিয়ে দায়সারা প্রশিড়্গণ করে টাকা আত্মসাৎ

Post a Comment

Previous Post Next Post