স্টাফরিপোটার :মেহেরপুরের গাংনীতে রবি মৌসুমে কৃষি পুনর্বাসনের আওতায় ক্ষুদ্র ও প্রানির্ত্মক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে । আজ সোমবার দুপুরে গাংনী উপজেলা সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজামান খোকন । উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক ও কৃষি অফিসার কে এম শাহাবুদ্দিন । অনুষ্ঠানে সরিষা, ভুট্টা, বোরো ধান, গম, মুগ ও পেঁয়াজ চাষে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার ৯শ ১০ জন কৃষকদের মাঝে এসব কৃষি সামগ্রী বিতরণ করা হয় ।