মেহেরপুরের গাংনীর করমদী গ্রামের আবু বক্কর হত্যা মামলার রায়। ১০ আসামীর যাবৎজীবন কারাদন্ড

Meherpur Court Judgement pic-1

আমিরুল ইসলাম অল্ডাম:  মেহেরপুর গাংনী উপজেলার করমদী গ্রামের আবু বক্কর হত্যা মামলার রায়ে ১০ আসামীর যাবৎজীবন কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে আট আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন মেহেরপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক এস এম আব্দুস সালাম।
কারাদন্ডপ্রাপ্তরা হলেন,করমদী গ্রামের আলতাফ শাহ,মহাম্মদ শাহ,আব্দুল শাহ,রমজান আলী শাহ,এনামুল হক ইনু,মিন্টু হোসেন,সিরাজুল হক পচা,জাহিদুল ইসলাম,হোসেন আলী ও জাকির হোসেন। এর মধ্যে হোসেন আলী ও জাকির হোসেন বিদেশে পলাতক রয়েছে। এছাড়া এ মামলার লতিফ শাহ নামের অপর এক আসামীর মৃত্যু হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৪ জুন সকালে জমিজমা সংক্রাত্ম বিরোধের জের ধরে কৃষক আবু বক্কর হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত আবু বক্করের ছেলে সাহাবুদ্দীন বাদী হয়ে গাংনী থানায় ১১ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। যার সেসন মামলা নং ২০১১/২১।

 

Post a Comment

Previous Post Next Post