ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লাখ ৮৯ হাজার ৬৮২ জন।

varot corona

Kbdnews ডেস্ক :  ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লাখ ৮৯ হাজার ৬৮২ জন। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৬৩ হাজার ৪৯০ জন। আক্রান্তদের মধ্যে ১৮ লাখ ৬২ হাজার ২৫৮ জন করোনামুক্ত হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যানে রোববার এ কথা জানানো হয়। গতকাল সকাল ৮ টায় প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়, ভারতে করোনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ৪৯ হাজার ৯৮০ জন। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছে ৯৪৪ জন। ভারতে ৭ আগস্টের পর থেকে প্রতিদিন ৬০ হাজারের বেশী করোনা আক্রান্ত হচ্ছে, কেবল ১১ আগস্ট আক্রান্তের সংখ্যা ছিল ৫৩ হাজার ৬০১ জন। মৃত্যুর হার হরাস পেয়ে দাঁড়িয়েছে ১.৯৩ শতাংশ। দেশে বর্তমানে ৬ লাখ ৭৭ হাজার ৪৪৪ জন চিকিৎসাধীন আছে। যা মোট আক্রান্তের ২৬.১৬ শতাংশ। ভারতে গত ৭ আগস্ট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। আইসিএমআর (ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ) জানায়, ১৫ আগস্ট পর্যন্ত ২ কোটি ৯৩ লাখ ৯ হাজার ৭০৩ জনের করোনা টেস্ট হয়েছে, শনিবার ৭ লাখ ৪৬ হাজার ৬০৮ জনের টেস্ট হয়েছে। ২৪ ঘন্টায় মৃত ৯৪৪ জনের মধ্যে মহারাষ্ট্রে ৩২২ জন, তামিলনাড়-তে ১২৭ জন, কর্নটকে ১১৪ জন, অন্ধ্রপ্রদেশে ৮৭ জন, পশ্চিমবঙ্গ ও উত্তর প্রদেশে ৫৮ জন করে, পাঞ্জাবে ৪০ জন, গুজরাটে ১৯ জন, রাজস্থানে ১৬ জন, মধ্যপ্রদেশে ১৩ জন, দিল্লী এবং হরিয়ানায় ১০ জন করে মারা গেছে।

ভারতে
ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লাখ ৮৯ হাজার ৬৮২ জন

Post a Comment

Previous Post Next Post