খুলনায় করোনা সনদ জালিয়াতির সত্যতা মিলেছে

খুলনায় করোনা সনদ

বি এম রাকিব হাসান :   খুলনায় করোনা সনদ জালিয়াতির ঘটনায় প্রাথমিক সত্যতা পেয়েছে তদনত্ম কমিটি। এ ঘটনায় জেলা প্রশাসক বরাবর পুলিশী ব্যবস’া নেয়ার সুপারিশ করেছেন কমিটি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ আলীর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর তদনত্ম কমিটি প্রতিবেদন জমা দিয়েছেন।
জানা যায়, খুমেক হাসপাতালের আউট সোর্সিং কর্মচারী (লিফটম্যান) নওশাদ টাকার বিনিময়ে নগরীর বিকে রায় ক্রস রোডের তানিয়া বেগমকে নমুনা আইডি কেএমসি-২০০২৩ এবং পশ্চিম বানিয়াখামার এলাকার শামীম আহমেদকে নমুনা আইডি কেএমসি-১৯০৩১ তে নেগেটিভ সার্টিফিকেট দিয়েছে। কিন’ প্রকৃত নমুনা পরীড়্গায় তারা দু’জনই করোনা পজিটিভ হয়। তাদের যে আইডির মাধ্যমে নেগেটিভ সার্টিফিকেট দেয়া হয়েছিলো তাও ভূয়া প্রমানিত হয়েছে।
এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে খুলনা জেলা প্রশাসন ৫ সদস্যের তদনত্ম কমিটি গঠন করে। কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ডেপুটি সিভিল সার্জন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পরিচালকের একজন প্রতিনিধি তদনত্ম করেন।
তিন কার্য দিবসের মধ্যে তদনত্ম কমিটির তাদের প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও একদিন পরে গত সোমবার বিকালে প্রতিবেদন জমা দেয়া হয়।
এ বিষয়ে কমিটির সদস্য ডেপুটি সিভিল সার্জন ডা: মোঃ সাইদুর রহমান বলেন, আমরা তদনত্ম শেষ করে জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন জমা দিয়েছি। এখনই সব কিছু স্পষ্ট বলা যাচ্ছে না। তবে আমরা প্রাথমিক তদনেত্ম অভিযোগের সত্যতা পেয়েছি। এ বিষয়ে পুলিশী ব্যবস’া নেয়ার জন্য সুপারিশ করেছি।

 

Post a Comment

Previous Post Next Post