আমিরুল ইসলাম অল্ডাম : গাংনীতে ৬ কেজি গাঁজা সহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকাল তিনটার সময় উপজেলার মটমুড়া ইউনিয়নের আকুবপুর চেকপোষ্ট থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া এলাকার ইদ্রিস মিয়ার ছেলে সোহেল মৃধা (২৫)ও একই এলাকার কনা হিজড়া(২৭) । গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুর রহমান জানান, দুজন মাদক ব্যবসায়ী স্কুলব্যাগ যোগে গাঁজা পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলীর নির্দেশে আকুবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের ব্যাগ তলস্নাশি করে ৬কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামীদের বিরম্নদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে। তিনি আরো জানান সোহেল মৃধার নামে অস্ত্র ও মাদকের একটি মামলা রয়েছে।