Kbdnews : আজ ২২/০৪/২০২০ মেহেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি সাহেবের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানা কাথুলী বাসস্ট্যান্ড এলাকা থেকে বিকাল ৫টা ৩০ ঘটিকার সময় ২০( বিশ) গ্রাম হেরোইন,যার অনুমান মুল্য ২০০০০০(দুই লক্ষ)
টাকা, সহ মাদক ব্যবসায়ী মোঃ জনি(২৭) পিতাঃ ইয়ারুল ইসলাম সাং- কাথুলি বাসস্ট্যান্ড থানা ও জেলাঃ মেহেরপুর কে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ । এ বিষয়ে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন ।