আমিরুল ইসলাম অল্ডাম : মেহেরপুরের গাংনীর বামুন্দীতে চোরাই স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার দুপুর ২ টায় বামুন্দী বাজারের জাব্বারুলের স্বর্ণের দোকান থেকে ১১ আনা ওজনের স্বর্ণালংকার উদ্ধার করে মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম। মেহেরপুর সদর থানার ওসি শাহ মো: দারা জানান,গত কয়েকদিন আগে মেহেরপুর শহরের ষ্টেডিয়াম পাড়ার আনসার আলীর মেয়ে পলি খাতুনের বাড়িতে স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় পলি খাতুন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় রহিমা খাতুন ও তার মেয়ে সাহিনা খাতুনের নামেএকটি মামলা দায়ের করে মামলা নং ৩২ তাং ২৮-০৩-২০২০ ইং। স্বর্ণ চুরির ঘটনায় গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের রিয়াদ আলীর মেয়ে রহিমা খাতুন ওরফে আইতন নেছাকে তার বাড়ি থেকে রবিবার ভোরে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বামুন্দী বাজারের ব্যবসায়ী ও নিশিপুর গ্রামের রেজাউল হকের ছেলে জাব্বারুল ইসলামের দোকান থেকে চুরি যাওয়া স্বর্ণ উদ্ধার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা জি এম আহসান হাবিব জানান,স্বর্ণালংকার চেইন, লকেট, এক জোড়া কানের দুল, আংটি উদ্ধার করা হয়েছে। দোকান মালিক জাব্বারুলকে বামুন্দী বাজার কমিটির কাছে জিম্মায় দেয়া হয়েছে। মেহেরপুর সদর থানার ওসি তদন্ত আমিরুল ইসলাম ইসলাম ও স’ানীয়রা জানান,দোকান মালিক ১১ আনা ওজনের একটি স্বর্ণের চেইনসহ অন্যান্য গহনা ৩৭ হাজার টাকায় ক্রয় করে। পরে ক্রয়কৃত স্বর্ণটি এসিড দিয়ে গলিয়ে রাখে। বামুন্দী বাজার কমিটির সাধারন সম্পাদক আশরাফুজ্জামান বাবু জানান,কোন কিছু না বুঝে জাব্বারুল ভুল বসত স্বর্ণটি ক্রয় করেছে। তবে পুলিশ চোরাই স্বর্ণ উদ্ধার করে নিয়ে গেছে। এবিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি স্বর্ণ দোকানের মালিক জাব্বারুল ইসলাম।