আমিরুল ইসলাম অল্ডাম : মেহেরপুরের গাংনীতে স্কুল থেকে দশম শ্রেনীর ছাত্রী রিমা খাতুনকে অপহরন করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। রবিবার সকাল ১০ টায় স্কুলে আসার পর তাকে তুলে অপহরন করা হয়। রিমা খাতুন বামুন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী ও নওদা মটমুড়া গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে। রিমার পিতা বিল্লার হোসেন জানান,প্রতিদিনের ন্যায় রিমা স্কুলে আসে। স্কুলে আসার পর বামুন্দী হঠাৎ পাড়ার জাহেদ আলীর ছেলে ও বামুন্দী বাজারের রাজু ট্রেডার্সের কর্মচারী নাজমুল তাকে অপহরন করে নিয়ে যায়। বামুন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অফিস সহকারী সাইফুল ইসলাম মারফত এ ঘটনা জানতে পারি। তিনি আরো বলেন,নাজমুল ১ সন্তানের জনক সে রিমাকে বেশ কিছুদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিলো। এ বিষয়টি স্কুলে ও রাজু ট্রেডার্সের মালিককে জানানো হলেও তারা কোন ব্যবস’া না নেওয়ার কারনে রিমাকে অপহরন করা হয়েছে। রাজু ট্রেডার্সের মালিক জানান, নাজমুলকে রিমার বিষয়ে সতর্ক করার পাশাপাশি বকাঝকা করা হয়েছে। একারনে সে গত ৪ দিন যাবৎ দোকানে আসেনি। বামুন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অফিস সহকারী সাইফুল ইসলাম জানান,স্কুল চলাকালিন সময়ে নাজমুলের সাথে মোবাইল ফোনে তার কথা হয়েছে, কথাবার্তায় ধারনা করা হচ্ছে নাজমুল রিমাকে নিয়ে গেছে। বামুন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম জানান,রিমাকে স্কুল থেকে অপহরন করা হয়নী। স্কুলে আসার পথে তাকে প্রেম ঘটিত বিষয়ে নিয়ে যাওয়া হতে পারে। গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান,এ বিষয়ে খবর পাওয়ার পর পুলিশ রিমাকে উদ্ধারের চেষ্টা করছে। অপহরন; নাকি প্রেম ঘটিত বিষয় এটা এখনই নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছেনা। তবেরিমার পরিবার এখনও লিখিত অভিযোগ করেনি। গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান,এ ঘটনা জানার পরপরই র্যাব ও পুলিশকে ব্যবস’া নিতে বলা হয়েছে। এছাড়া রিমাকে উদ্ধার ও তার পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে।