আমিরুল ইসলাম অল্ডাম : দেশী পণ্যে থাকবো দেশ, গড়বো মোরা এক্সিলেন্ট বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে গাংনীতে এক্সিলেন্ট ওয়ার্ল্ড এর উদ্যোগে স্বাস্থ্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার সকাল সাড়ে ১০ টার সময় গ্লোরিয়াস এ্যাসোসিয়েটস, গাংনী ইউনিটের আয়োজনে গাংনী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সেমিনার অনুষ্ঠিত হয়।
আশ্রয় সমাজ উন্নয়ন সংস্থ্যার সভাপতি জাবেদুর রহমান জনির সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপসি’ত ছিলেন, এক্সিলেন্ট ওয়ার্ল্ড-এর পরিচালক ইদ্রিস আলী জয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপসি’ত ছিলেন, এক্সিলেন্ট ওয়ার্ল্ড- এর জেনারেল ম্যানেজার জাকির হোসেন টিটু ,জেনারেল ম্যানেজার সোহাগুর রহমান পাপ্পু ও জেনারেল ম্যানেজার মারশিদুল আলম মোমিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাস্থ্য , সৌন্দর্য, এবং সমৃদ্ধি অর্জনের জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে। এরকম দেশীয় পণ্যে বাজার সৃষ্টি ও আর্থিকভাবে লাভবান হওয়ার ক্ষেত্রে এক্সিলেন্ট ওয়ার্ল্ড এর ব্যবস’াপনা পরিচালক ও সিইও আনোয়ার এইচ রয়েল রানা মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
সেমিনারে উপজেলার শতাধিক যুবক-যুবতী প্রোডাক্টস ই-কমার্স, মার্কেটিং,এলএমএল,সমন্বয়ক হোলসেলার, সেলস ম্যান , উপসি’ত ছিলেন।
আমিরুল ইসলাম অল্ডাম