গাংনীতে শিশু যৌন নির্যাতনের ঘটনায় মামলা দায়ের। অভিযুক্ত গ্রেফতার

ফলোআপঃ

গাংনীতে শিশু যৌন নির্যাতনের ঘটনায়

আমিরুল ইসলাম অল্ডাম :  গাংনীর ধানখোলা গ্রামের মাঠপাড়ার ৫ বছরের শিশু যৌন নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শিশুটির মা মফিরন নেছা বাদি হয়ে থানায় মামলাটি দায়ের করেন। এ ঘটনায় যৌন নির্যাতনের শিকার ওই শিশুর সৎ পিতা আবু তাহেরকে সোমবার রাত এগারোটার সময় ধানখোলা এলাকা থেকে আটক করেছে পুলিশ।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ।মামলা নম্বর ১৪। তারিখ ১৬-১২-১৯ ইং ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস্‌আই মোহাম্মদ আলী রেজা জানান,শিশুটির ডাক্তারি পরীক্ষা করার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া যৌন নির্যাতনকারী মামলার আসামি আবু তাহেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য রোববার দুপুরে নিজ বাড়িতে আবু তাহের তার পালিত মেয়ে ৫ বছরের শিশুকে যৌন নির্যাতন করে। ঘটনার একদিন পর শিশুর শারীরিক অবস’ার অবনতি হলে গাংনী উপজেলা স্বাস’্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস’ার অবনতি হলে মেহেরপুর হাসপাতালে রেফার্ড করা হয়।

 

Post a Comment

Previous Post Next Post