গাংনীতে ৬০ বোতল ফেনসিডিল সহ শিক্ষক মিলন আবার আটক

ফেনসিডিল
আমিরুল ইসলাম অল্ডাম :   গাংনীতে ৬০ বোতল ফেনসিডিল সহ আব্দুল্লাহ আল মিলন (৩৮) নামের এক শিক্ষককে আবার আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার দেবীপুর গ্রামের জনৈক খেদমতের বাঁশ বাগানের সামনে পাকা রাস্তার পাশ থেকে তাকে আটক করা হয়। আব্দুল্লাহ আল মিলন গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের কুলবাড়িয়া শহীদ হারেজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বামুন্দী ইউনিয়নের দেবীপুর গ্রামের মোঃ আব্দুল বাকীর ছেলে। মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলী জানান,আব্দুল্লাহ আল মামুন নামের এক ব্যক্তি ফেনসিডিল পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা অভিযান চালায়। এ সময় তাকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। আব্দুল্লাহ-আল-মামুন মাদক বেচাকেনার সাথে সরাসরি জড়িত। ইতো পূর্বে তাকে ফেনসিডিলসহ আটক করা হয়েছিলো; বর্তমানে সেই ফেনসিডিল মামলা চলমান রয়েছে। ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত এহসানুল হাবীব জানান, আব্দুল্লাহ আল মিলন গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের কুলবাড়িয়া শহীদ হারেজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার নামে ফেন্সিডিল মামলা থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। সেই মামলা চলমান রয়েছে শুনেছি। বর্তমানে সে আবারো ফেনসিডিল সহ আটক হয়েছে কিনা তিনি এখনও নিশ্চিত নয়। যদি ফেন্সিডিল সহ আটকের ঘটনা ঘটে থাকে তার বিরুদ্ধে ব্যবস’া নেয়া হবে।

 

Post a Comment

Previous Post Next Post