ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে দুই শ ৬৩ কোটি টাকার ফসলের ক্ষতি

ঘূর্ণিঝড়  বুলবুলের

‘বুলবুল’ এর আঘাতে ধানের ক্ষতি। ছবি: ফোকাস বাংলা

 অনলাইন ডেস্ক :   ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর আঘাতে দেশের দক্ষিণাঞ্চলের ১৬ জেলায় ২’শ ৬৩ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। 

মঙ্গলবার সচিবালয়ে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর আঘাতে ফসলের সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।কৃষিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে মোট ৫০ হাজার ৫’শ ৩ জন কৃষকের ফসল নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য বর্ধিত প্রণোদনা কর্মসূচির প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। অতিদ্রুত প্রণোদনা বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে সহজ শর্তে কৃষিঋণ পায় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।প্রাথমিক প্রাপ্ত তথ্য মতে, ক্ষতিগ্রস্ত ১৬টি জেলা হচ্ছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর। এসব জেলায় আবাদকৃত ২০ লাখ ৮৩ হাজার ৮শ ৬৮ হেক্টর জমির মধ্যে ২ লাখ ৮৯ হাজার ৬ হেক্টর জমি আক্রান্ত হয়েছে। এরমধ্যে ২২ হাজার ৮শ ৩৬ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির ফসলের মধ্যে রোপা আমন ২ লাখ ৩৩ হাজার ৫’শ ৭৪ হেক্টর, শীতকালীন সবজি ১৬ হাজার ৮’শ ৮৪ হেক্টর, সরিষা ১ হাজার ৪’শ ৭৬ হেক্টর, খেসারি ৩১ হাজার ৮৮ হেক্টর, মসুর ১’শ ৯৫ হেক্টর, পান ২ হাজার ৬’শ ৬৩ হেক্টর ও অন্যান্য ফসল ৩ হাজার ১শ ২৬ হেক্টর।কৃষিমন্ত্রী বলেন, আক্রান্ত জমির পুরো ফসল ক্ষতিগ্রস্ত হবে না। কোনো কোনো জমির ফসল আংশিক ক্ষতি হয়েছে। তবে ধানের বড় অংশটিই পরিপক্ব হয়ে উঠেছিল। পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির পুরো হিসাব আমরা দিতে পারব।সংবাদ সম্মেলনে কৃষিসচিব মো: নাসিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আব্দুল মুঈদ, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো: শাজাহান কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post