বি এম রাকিব হাসান: খুলনাসহ দেশব্যাপী রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আন্দোলন কর্মসূচি শুরু হয়েছে। শনিবার সকালে সকল পাটকলে শ্রমিক সমাবেশের মধ্যদিয়ে এ কর্মসূচি শুরু হয়েছে। শ্রমিক সমাবেশে আগামী ছয় দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি অনুযায়ী আগামীকাল সোমবার ভুখা মিছিল করবে শ্রমিকরা।
পাটকল শ্রমিকদের মজুরী কমিশন বাস্তবায়ন, পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারি ও কর্মকর্তাদের পিএফ গ্রাচ্যুইটির টাকা প্রদান, শ্রমিকদের সপ্তাহিক মজুরী নিয়মিত পরিশোধ, পাট মৌসুমে পাট ক্রয়ের অর্থ বরাদ্দসহ শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট ১১ দফা বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গত ১৭ নভেম্বর ঢাকায় বৈঠক করে রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের নেতারা এ কর্মসূচি গ্রহণ করেন। সেই অনুযায়ী শনিবার পাটকলগুলোতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্লাটিনাম জুট মিলের সমাবেশে সিবিএ সভাপতি শাহানা শারমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক হুমায়ন কবির খান, ক্রিসেন্ট জুট মিলে দ্বীন ইসলাম, মাওঃ হেমায়েত উদ্দিন আজাদী, মুরাদ হোসেন, খালিশপুর জুট মিলে দ্বীন মোহাম্মদ, শেখ মোঃ ইব্রাহিম, স্টার জুট মিলে বেল্লাল হোসেন মল্লিক, আঃ মান্নান, আবু হানিফ, গাজী মাসুম, আলিম জুট মিলে আঃ হামিদ সরদার, মোঃ সাইফুল ইসলাম লিটু, হারুন অর রশিদ মল্লিক, ইস্টার্ণ মিলে মোঃ আলাউদ্দিন, জেজেআই মিলে হারুন অর রশিদ মল্লিক প্রমুখ। অন্যান্য সকল পাটকলে একই কর্মসূচি পালন করা হয়।
শ্রমিকদের পরবর্তী কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল সোমবার সকল পাটকলে একযোগে রাজপথে ভুখা মিছিল, ২৭ নভেম্বর বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিল গেটে প্রতিকী অনশন, ২ ডিসেম্বর সোমবার ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ মিছিল, ৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত মিল ধর্মঘট এবং ওই দিন বিকেল ৪টায় স্ব স্ব মিল গেটে সভা, ৮ ডিসেম্বর রবিবার আমরণ অনশনের সমর্থনে সকল মিলে একযোগে গেট মিটিং এবং শপথগ্রহণ, ১০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৮টা থেকে শ্রমিকের পরিবার পরিজন নিয়ে স্ব স্ব মিল গেটে আমরণ গণঅনশন।
এদিকে ২৬ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত খালিশপুর শিল্পাঞ্চলসহ ৮টি স’ানে শ্রমিক সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে পাটকল শ্রমিক লীগ।