উপাচার্যের বিরুদ্ধে যারা দুর্নীতির অভিযোগ আনবে, তাদের প্রমাণ করতে হবে : প্রধানমন্ত্রী

উপাচার্যের বিরুদ্ধে
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : পিআইডি

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে যারা দুর্নীতির অভিযোগ আনবে, তাদের সে অভিযোগ প্রমাণ করতে হবে,’

আজ বৃহস্পতিবার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগ দাবিতে বেশ কদিন ধরে আন্দোলন করছেন ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়াও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালসহ আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সেশন জটমুক্ত শিক্ষার পরিবেশ ধ্বংসের চেষ্টা হচ্ছে। শিক্ষকরা ছাত্রদের ব্যবহার করছেন। গত শুক্রবার বিকেলে রেসিডেনসিয়াল মডেল স্কুলে কিশোর আলো আয়োজিত ‘লাভেলো কিআনন্দ’ অনুষ্ঠানে রাজধানীর রেসিডেনসিয়াল মডেল স্কুলের শিক্ষার্থীর নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রথম আলোর দায়িত্বহীনতা মেনে নেয়া যায় না।এরপর গতকাল বুধবার আবরারের বাবা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে অবহলোজনিত হত্যা মামলা করেন।

Post a Comment

Previous Post Next Post