মৎস্য অধিদপ্তরের আধুনিক প্রশিক্ষণ নিয়ে চিংড়ি চাষে লাভবান হোন

মৎস্য অধিদপ্তরের

মোল্লাহাটে ক্ষতিগ্রস’ চিংড়ি চাষিদের সাথে মতবিনিময় সভায়-শামস আফরোজ

মিয়া পারভেজ আলম  মোল্লাহাট প্রতিনিধি :মৎস্য অধিদপ্তরের আয়োজনে ও মৎস্য কর্মকর্তাদের দেয়া আধুনিক প্রশিক্ষণ গ্রহন করে চিংড়ি চাষে লাভবান হোন। আমাদের কর্মকর্তারা আপনাদের সহযোগিতায় বদ্ধপরিকর। পর্যায়ক্রমে আপনাদের সকলকে প্রশিক্ষণ প্রদান করা হবে। মোল্লাহাটে আবহাওয়া পরিবর্তন জনিত কারনে ক্ষতিগ্রস’ চিংড়ি চাষিদের সাথে মতবিনিময় সভায় এ সব কথা বলেন অনুষ্ঠানে প্রধান অতিথি মৎস্য অধিদপ্তরের মহা পরিচালক কাজী শামস আফরোজ। বাগেরহাট মৎস্য অধিদপ্তরের আয়োজনে মোল্লাহাট উপজেলার চাদেরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৫টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট গাওলা ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবীরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক (চিংড়ি) মোঃ শামীম হায়দার, বৃহত্তর যশোর জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের পরিচালক হরেন্দ্রনাথ সরকার, খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু সাঈদ, বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা ডঃ মোঃ খালেদ কনক ও মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাসের সার্বিক তত্বাবধানে এ অনুষ্ঠানে অন্যান্নের মাঝে উপসি’ত ছিলেন আ’লীগের কেন্দ্রিয় নেতা শেখ হাবিবুর রহমান, উপজেলা আ’লীগ সহ সভাপতি অধ্যাপক ফণিভূষণ গাইন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও উপজেলা যুবলীগ’র সাংগঠনিক সম্পাদক সন্দ্বীপ বিশ্বাসসহ মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তি ও স’ানীয় মৎস্যচাষি প্রমূখ।

Post a Comment

Previous Post Next Post