মেহেরপুর প্রতিনিধি(০১/০৯/১৯ ই)ঃ ডাকাতি ও বিষ্ফোরক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী শহিদুল ইসলাম (৫৫) কে গ্রেপ্তার করেছে মেহেরপুরের গাংনী থানা পুলিশ। রোববার পুলিশের একটি টীম চুয়াডাঙ্গার দামুড়হুদা বাজার থেকে শহিদুলকে গ্রেপ্তার করে। শহিদুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের গোলাম রসুলের ছেলে।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, ২০০৯ সালে যুগিন্দা গ্রামে বোমা মেরে ডাকাতির ঘটনা ঘটে। এ মামলার এজাহার ভুক্ত আসামী শহিদুল। ওই বছরে গ্রেপ্তার হবার পর জামিনে এসে সে ভারতে পালিয়ে থাকে। তার অনুপসি’তিতে মেহেরপুর যুগ্ম জজ আদালত বিচার কাজ শেষ করে ১০ বছরের কারাদন্ড প্রদান করেন।
ভারত থেকে এসে সে চুয়াডাঙ্গার দামুড় হুদা বাজারে অবস’ান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুভাস ও সঙ্গীয় ফোর্স তাকে গ্রেপ্তার করে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।