কুষ্টিয়ায় যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

কুষ্টিয়ায় যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

 নিহত যুবক অনিক

কুষ্টিয়া থেকে শরিফ মাহমুদ :  কুষ্টিয়ার ভেড়ামারা শহরের প্রাণকেন্দ্রে প্রকাশ্য দিবালোকে হাতুড়ি দিয়ে পিটিয়ে যুবককে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪ টার দিকে পার্শ্ববর্তী দোকানদার-সেলসম্যান এর সাথে বর্জ্য পানি ফেলা নিয়ে বিরোধের জের ধরে এই হামলা ও পিটিয়ে হত্যার ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম অনিক (২৫) সে ভেড়ামারা শহরের বাবর আলী মার্কেটে আমিন গার্মেন্টস এর সেলসম্যান হিসেবে চাকুরি করতো। পার্শ্ববর্তী দোকানদারের সাথে বর্জ্য পানি ফেলা নিয়ে বিরোধ বাধে। এ সময় পাশের ওই দোকানদার তার লোকবল নিয়ে অনিকের উপর হামলা চালায়। হামলাকারীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে অনিককে গুরুতর জখম করে । ঘাড়েসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম হলে তাকে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস’্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিতে বললে কুষ্টিয়া হাসপাতালে যাওয়ার সময় পথিমধ্যে সে মারা যায়। এই ঘটনার পর ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি)ঘটনাস’ল পরিদর্শন করেন। মার্কেটে ও আশেপাশের এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ রেখেছে।

 

Post a Comment

Previous Post Next Post