গাংনীতে কৃষকের ধান ক্রয়ের দাবিতে গাংনীতে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

WP Humanchain Pic -2WP Humanchain Pic1WP Humanchain Pic

আমিরুল ইসলাম অল্ডাম  গাংনী,মেহেরপুর:   অবিলম্বে খোলা বাজারে কৃষকের ধান সরকার নির্ধারিত মূল্যে ক্রয় করতে হবে, সকল কৃষি ঋণ মওকুফ করতে হবে, বিনা সুদে মৌসুমী ঋণ প্রদান করতে হবে’ এরকম শ্লোগান সম্বলিত ব্যানার নিয়ে গাংনীতে মানব বন্ধন হয়েছে। আজ সকাল ১০ টার সময় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা পরিষদের গেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃত্ব দেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মাবুদ। মেহেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক কমরেড আব্দুল মাবুদ এবারে রেকর্ড মাত্রায় বোরো ধান উৎপাদিত হয়েছে এই সময়ে ধান উৎপাদন করতে কৃষকের সর্বোচ্চ বিনিযোগ করতে হয়। কিন’ দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে কৃষকেরা উদয় অস্ত পরিশ্রম করে আমাদের আহার জোগাচ্ছে অথচ তারা ধানের ন্যায্য মূল্যে থেকে বঞ্চিত হচ্ছে। কৃষকদের মুখে হাসি ফোটানোর জন্য অবিলম্বে এই মেহেরপুর জেলায় জরুরী ভিত্তিতে ইউনিয়নে ইউনিয়নে ধান ক্রয় কেন্দ্র চালু করে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। ধানের বাজার থেকে মধ্যস্বত্বভোগী কে বিতাড়িত করে স্বতঃস্ফূর্ত উদ্যোগ এই অঞ্চলের চাষীদের কে রক্ষা করবে।
মানববন্ধনে উপসি’ত ছিলেন, জেলা শাখার নেতা কমরেড মজনুল হক, আবুল হাশেম, নারীনেত্রী রেকছোনা পারভীনসহ শতাধীক কর্মী সমর্থক। মানববন্ধন শেষে ইউএনও বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। এসময় ওয়ার্কার্স পার্টির জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ সহ কৃষক-কৃষানীরা উপস্থি’ত ছিলেন।

 

Post a Comment

Previous Post Next Post