নিম্নমানের ৫২টি খাদ্যপণ্যের মধ্যে সাতটির লাইসেন্স বাতিল ও ১৮টির লাইসেন্স স্থগিত করেছে জাতীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই

 

লাইসেন্স বাতিল

অনলাইন ডেস্ক  : নিম্নমানের ৫২টি খাদ্যপণ্যের মধ্যে সাতটির লাইসেন্স বাতিল ও ১৮টির লাইসেন্স স্থগিত করেছে জাতীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই। 

মান উত্তীর্ণ না হওয়ায় নিম্নমানের এসব পণ্য বাজার থেকে জব্দ করে ধ্বংস করতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে গত ১২ মে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কিন্তু আদালতের নির্দেশের পরও এসব পণ্য দেদারসে বিক্রি হতে দেখা যায়।

যে লাইসেন্স বাতিল হয়েছে:

  • আল সাফি ড্রিংকিং ওয়াটার
  • শাহারী অ্যান্ড ব্রাদার্সের নারজান ড্রিংকিং ওয়াটার
  • মর্ন ডিউ পিওর ড্রিংকিং ওয়াটার
  • আর আর ডিউ ড্রিংকিং ওয়াটার
  • শান্তা ফুড প্রডাক্টসের টেস্টি,তানি ও তাসকিয়ার সফট ড্রিংক পাউডার
  • জাহাঙ্গীর ফুড প্রডাক্টসের প্রিয়া ব্র্যান্ডের সফট ড্রিংক পাউডার
  • বনলতা ব্র্যান্ডের ঘি

লাইসেন্স স্থগিত হওয়া পণের তালিকা:

  • সরিষার তেলে সিটি অয়েল মিল-গাজীপুর
  • তীর ব্রান্ডের সরিষার তেল
  • জিবি ব্রান্ডের সরিষার তেল
  • পুষ্টি ব্রান্ডের সরিষার তেল
  • রূপচাঁদা ব্রান্ডের সরিষার তেল
  • এসিআই ব্রান্ডের আয়োডিনযুক্ত লবণ
  • মোল্লা সল্টের আয়োডিনযুক্ত লবণ
  • প্রাণ ব্রান্ডের হলুদের গুড়া
  • ড্যানিশের হলুদের গুড়া
  • ফ্রেশ ব্রান্ডের হলুদের গুড়া
  • আররা ব্রান্ডের ড্রিংকিং ওয়াটার
  • ডানকান ব্রান্ডের ড্রিংকিং ওয়াটার
  • দিঘী ব্রান্ডের ড্রিংকিং ওয়াটার
  • প্রাণ ব্রান্ডের লাচ্ছা সেমাই
  • প্রাণ ব্রান্ডের কারী পাউডার
  • ড্যানিশের কারী পাউডার
  • এসিআই পিওর ধনিয়া গুড়া

Post a Comment

Previous Post Next Post