মেহেরপুর প্রতিনিধি (০৮/০৩/১৯)ঃ “সবাই মিলে ভাবো, নতুন কিছু করে নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” এই প্রতিপাদ্যে মেহেরপুর পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে আজ সকাল সাড়ে ৯ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেনের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমীর সামনে গিয়ে শেষ হয়।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আকতারুজ্জামান এসময় সেখানে উপসি’ত ছিলেন। সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারি সহ বিভিন্ন শ্রেনী পেশার নারী পুরুষ র্যালিতে অংশ নেয় । জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস’া এ অনুষ্ঠানের আয়োজন করে। অপর দিকে গাংনী উপজেলা্ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দুই দিন ব্যাপী নারী উন্নয়ন মেলা শুরু হয়েছে। মেলাতে ১৩ টি স্টলে বিক্রি করা হচ্ছে হাতের তৈরী নকশি কাথাঁ, ও পোষাক।