নিহত মাদক বিক্রেতা ইমদাদ খন্দকার
কুষ্টিয়া থেকে শরিফ মাহমুদ : কুষ্টিয়ার কুমারখালীতে দুই দল মাদকবিক্রেতার মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ ইমদাদ খন্দকার (৩৮) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার ভোরে কুমারখালী উপজেলার আদাবাড়িয়া এলাকার চেচুয়া বিলের পাশে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। এসময় পুলিশ ঘটনাস’ল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবা জব্দ করেছে।
নিহত ইমদাদ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার রঞ্জিতপুর গ্রামের কটা খন্দকার ওরফে রাফির ছেলে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান জানান, ভোরে চেচুয়া বিলের পাশে দুই গ্রুপের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস’লে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে তারা পিছু হটলে ঘটনাস’লে গুলিবিদ্ধ অবস’ায় ইমদাদকে দেখতে পায় পুলিশ। এ অবস’ায় ইমদাদকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ইমদাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানান পুলিশ।